Responsive Ads Here

বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

রূপকে মেইলে লেখা পাঠাতে তোমরা যে যে ভুল গুলো করো

আজ আমি আর অতিরিক্ত কিছু বলবো না। খালি তোমাদের বলবো, রূপকে মেইলে লেখা পাঠাতে তোমরা যে যে ভুল গুলো করো এবং কিভাবে সেগুলো ঠিক করবে। আর হ্যাঁ, রূপকের অফিশিয়াল ইমেইল অ্যাড্রেস editor@rupok.net রূপকের ওয়েবসাইট http://rupok.net/ রূপকের সর্বশেষ সংখ্যা পেতে ভিজিট করো, http://rupok.net/download সর্বশেষ আপডেট পেতে ভিজিট করো রূপক ব্লগ
ইমেইলের সাব্জেক্টঃ
তোমাদের প্রথম যে ভুলটা আমাদের চোখে পরে, সেটা হলো তোমরা ইমেইলের সাবজেক্টে বিভাগের নাম লিখো না। এটার জন্য আমাদের আমাদের মেইল হতে লেখা বের করে নিতে কষ্ট হয়, এবং ফিল্টার থাকার জন্য, তোমাদের সাবজেক্ট ছাড়া ইমেইল গুলো অনেক ক্ষেত্রে স্প্যাম হিসেবে চলে যায়। কাজেই পরিষ্কার ভাবে বিভাগের নাম বাংলায় লিখবে।

নাম, ফেসবুক আইডি, শ্রেণী এবং বয়সঃ
হ্যাঁ, তোমার মেইলে উল্লেখ করতে হবে তোমার আসল এবং পুর্ন নাম। তুমি ছদ্মনাম ব্যবহার করতে চাইলেও তোমাকে আসল নাম উল্লেখ করতে হবে। তবে তোমার লেখা প্রকাশ হবে ছদ্মনামেই। আর অবশ্যই, নাম, ফেইসবুক আইডি, শ্রেনী এবং বয়স উল্লেখ করতে ভুলো না। 

ভাষাঃ
ভাষার ক্ষেত্রে বাংলা প্রাধান্য পাবে। বানান অবশ্যই স্পর্শকাতর। ইংরেজি গল্পের বিভাগটি এখনো বিবেচনাধীন।

২টি মন্তব্য:

  1. ইমেইলে লেখা পাঠানোর জন্য তা কী সরাসরি লিখে পাঠালেই হবে নাকি file হিসবে পাঠাতে হবে?

    উত্তরমুছুন